21 February Celebration 2025

সম্মিলিত মহান একুশ উদযাপন ২০২৫

সম্মিলিত মহান একুশ উদযাপন ২০২৫ মূল পর্ব

তারিখ: ২০ই ফেব্রুয়ারি, ২০২৫ (বৃহস্পতিবার)

স্থান: কুইন্স প্যালেস, 37-11 57th Street, Woodside, NY 11377

সময়সূচি: বিকেল ৫টা

আয়োজক সংগঠনসমূহ

বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন:

ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন

ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন:

বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড

বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)

বহ্নিশিখা সংগীত নিকেতন

অনুপ দাশ ড্যান্স একাডেমি (আড্ডা)

অন্তরা সাহা ড্যান্স ট্রুপ

নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটি

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নিউইয়র্ক চ্যাপ্টার

আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স

বিভাগীয় ও আঞ্চলিক সংগঠন:

প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ

চাটখিল উপজেলা সমিতি ইউএসএ

গাইবান্ধা সোসাইটি অব ইউএসএ

গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা

রংপুর জেলা এসোসিয়েশন

প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ

নরসিংদী জেলা সমিতি ইউএসএ

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ

🎤 সাংস্কৃতিক পরিবেশনা:

  • রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, দেশাত্মবোধক গান
  • নৃত্য ও আবৃত্তি
  • শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতা

শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতা

  • অঙ্কন: একুশের আলপনা ও শহীদ মিনার
  • আবৃত্তি: ছড়া/কবিতা (মুখস্থ)
  • লিখন: ব্যঞ্জনবর্ণ ১০টি
  • রচনা প্রতিযোগিতা: মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক


মহান একুশে উপলক্ষে শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতা ২০২৫

📅 তারিখ: ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ (রবিবার)

⏰ সময়: সকাল ১১:০০ টা
📍 স্থান: PS-125, 46-02 47th Ave, Woodside, NY 11377

শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ

📅 তারিখ: ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ (বৃহস্পতিবার)

📍 স্থান: অনুষ্ঠানের মূল মঞ্চ



গ্রুপভিত্তিক প্রতিযোগিতার বিষয়বস্তু:

ক গ্রুপ (কিন্ডারগার্টেন - ৩য় গ্রেড)

  • অঙ্কন: উন্মুক্ত
  • লিখন: ব্যঞ্জনবর্ণ ১০টি
  • আবৃত্তি: ছড়া/কবিতা (মুখস্থ)

খ গ্রুপ (৪র্থ - ৭ম গ্রেড)

  • অঙ্কন: বাংলাদেশের নদীসহ গ্রাম
  • লিখন: ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ
  • আবৃত্তি: একুশে ফেব্রুয়ারি বিষয়ক কবিতা (মুখস্থ)

গ গ্রুপ (৮ম - ১২ গ্রেড)

  • অঙ্কন: একুশের আলপনা ও শহীদ মিনার
  • লিখন: History of Ekushey February (Bengali Language Movement)
  • আবৃত্তি: মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা (মুখস্থ)